স্কুল ফি মুকুবের দাবিতে বিক্ষোভ কেষ্টপুরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেষ্টপুরে বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলে ফি মুকুবের দাবি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ। অভিভাবকদের অভিযোগ, ১৪ তারিখের মধ্যে বকেয়া ফি না মেটালে অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়ার নোটিশ দিয়েছে স্কুল। পাশাপাশি অভিভাবকদের দাবি, প্রত্যেক মাসে স্কুল ফি বাবদ তাদের থেকে ১৫০০ টাকা নেওয়া হয়। তাঁরা টিউশন ফি বাবদ ৭৭৫ টাকা দিতে রাজি রয়েছে। তবে অন্য কোনও ফি বাবদ বাকি ৭২৫ টাকা তারা দিতে পারবেনা না বলেও জানান অভিভাবকরা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা।

