Perseverancia-1Others 

মঙ্গলে ব-দ্বীপ অস্তিত্ব – তত্ত্ব নিয়ে জল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলে জলের অস্তিত্ব রয়েছে, বিজ্ঞানীদের সেই তত্ত্ব নিয়ে জল্পনা। উল্লেখ করা যায়, গত ফেব্রুয়ারি মাসে লালগ্রহের জিজিরো ক্রেটারে নেমেছিল নাসার পার্সিভিয়ারেন্স। সেই পাঠানো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে নাসা। সেখানে স্পষ্ট হয়েছে জলশূন্য নদীখাত। তা থেকে তৈরি হ্রদের চিহ্নও দৃশ্যমান হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, গিরিখাত, ব-দ্বীপও রয়েছে। নাসার অ্যাস্ট্রো-বায়োলজিস্ট এমি উইলিয়ামস এ বিষয়ে জানান, অনেক ক্ষেত্রে পৃথিবীর ভূ-প্রাকৃতিক গঠনের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। গিরিখাত, ব-দ্বীপ ও নদী বয়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট। এক্ষেত্রে তিনি আরও জানান, প্রায় ৩৭০ কোটি বছর আগে মঙ্গল যথেষ্ট গরম ও আর্দ্রতা যুক্ত ছিল। এছাড়া বেশ কিছু বোল্ডার দেখা গিয়েছে, বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলেও বন্যা হত।

Related posts

Leave a Comment