প্রভিডেন্ট ফান্ডের পেনশন তহবিলে বদল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিএফের পেনশন এবার এক লপ্তে। সূত্রের খবর, প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) পেনশন তহবিলে জমা থাকা টাকার অঙ্ক ৫ লক্ষের কম হলে, অবসরের পর এক লপ্তে তা তুলে নেওয়ার রাস্তা উন্মুক্ত করেছে নিয়ন্ত্রক পিএফআরডিএ। পাশাপাশি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের জন্য দেওয়া হয়েছে বাড়তি সময়। আবার এনপিএসে বা ন্যাশনাল পেনশন সিস্টেমে যোগদানের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর থেকে বেড়ে হতে চলেছে ৭০ বছর। ওই প্রকল্পে টাকা রাখাও যাবে ৭৫ বছর বয়স হওয়া পর্যন্ত।
উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত অবসরের সময়ে বা ৬০ বছর বয়স হওয়াকালীন পিএফের পেনশন খাতে জমা টাকার অঙ্ক ২ লক্ষের বেশি হলে তার ৬০ শতাংশ পর্যন্ত এক লপ্তে তোলার সুবিধা ছিল। আবার বাকি ৪০ শতাংশ দিয়ে বাধ্যতামূলকভাবে কিনতে হত অ্যানুইটি। মাসে-মাসে পেনশন পাওয়া যেত সেখান থেকে। এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেনশন-তহবিলের জন্য সেই বাধ্যবাধকতা আর থাকছে না। সূত্রের আরও খবর, যাঁরা একবারে থোক টাকা তুলে নেবেন, তাঁরা কোনও পেনশন পিএফ সূত্রে পাবেন না।
এক্ষেত্রে জানা যায়, সময়ের পূর্বে বিশেষ প্রয়োজনে এনপিএস থেকে এক লপ্তে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুযোগ ছিল। এবার তা-ও বেড়ে হতে চলেছে ২.৫ লক্ষ টাকা। অন্যদিকে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ না করলে সেখানে টাকা জমা পড়বে না বলেও জানানো হয়েছিল। এই নিয়ম জারি হয় গত ১ জুন থেকে। আধার যোগের জন্যও আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ইপিএফও।

