কর্মশালা : কলকাতায় নির্মাণ কাজের দূষণ হচ্ছে বিপজ্জনক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা ও তৎসংলগ্ন শহরতলীর দূষণের অন্যতম মূল কারণ হচ্ছে নির্মাণ কাজ। এমনই তথ্য সামনে আনা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে এয়ার কোয়ালিটি লিডারশিপ, ওয়ার্কশপ ফর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া শীর্ষক একটি কর্মশালায় এই তথ্য সামনে আনা হয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের আলোচনা প্রসঙ্গে প্রকাশ্যে এল গাড়ির ধোঁয়া ছাড়াও বর্তমান সময়ে নির্মাণ কাজের দূষণ বিপজ্জনক হতে চলেছে।
এক্ষেত্রে আলোকপাত করা হয়েছে, গাড়ির ধোঁয়া পরিবেশ দূষণের ক্ষেত্রে ক্ষতি করে। এই বিষয়টিকে টেক্কা দিচ্ছে জঞ্জাল পোড়ানো ও নির্মাণ কাজ। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, নির্মাণ কাজ বা পুরনো বাড়ি ভাঙার ধুলোয় শহরের বাতাস হয়ে পড়ছে বিষাক্ত। এমনই তথ্য সামনে এনেছেন পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। উল্লেখ্য, বাতাসে গুণমান সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। (ছবি: সংগৃহীত)

