post and serviceOthers 

ভারতীয় ডাক বিভাগের পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের প্রত্যন্ত এলাকার মানুষদের প্রথাগত ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনেআনার জন্য পশ্চিমবঙ্গ সার্কেলে আর্থিক সংহতিকরণ ক্যাম্প করতে তৎপর ভারতীয় ডাক বিভাগ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেলের দপ্তর এ বিষয়ে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে,এই ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সিকিম,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীদের প্রথাগত আর্থিক ব্যবস্থার অধীনে আনা হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ-এই তিন মাসের প্রতিটিতে ২ দিন করে ক্যাম্প করা হবে। এক্ষেত্রে আরও জানা যায়, চলতি মাসের ১৫ এবং ২৮ তারিখ, ফেব্রুয়ারির ১২ এবং ২৪ তারিখ ও মার্চের ১১ ও ২৪ তারিখ এই ক্যাম্প বসবে। এই প্রক্রিয়ায় সামিল হবেন পোস্টাল অ্যাকাউন্ট, পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক সমেত ৮,৫০০-র বেশি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক কর্মী।

ডাক বিভাগ এবং তাদের ব্যাঙ্কিং শাখা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই ক্যাম্পের মাধ্যমে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলা, নগদহীন আর্থিক লেনদেনের জন্য ব্যবসায়ীদের কিউয়ার কোড প্রদান, গ্রাহকদের বাড়িতে ডাক পরিষেবা দেওয়া, আধার নির্ভর পেমেন্ট পরিষেবা, বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমান সংগ্রহ করা, মোবাইল ব্যাঙ্কিং, ভার্চুয়াল ডেবিট কার্ড ইস্যু, নতুন ডাকপে অ্যাপের মাধ্যমে ইউপিআই পরিষেবা দেওয়া, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ও প্রসঙ্গত,সাধারণ বীমার পরিষেবা চালিয়ে যাওয়ার কারণে ২০২০ সালের ডিজিটাল ইন্ডিয়া গোল্ড পুরস্কার পেল ডাক বিভাগ।

Related posts

Leave a Comment