potato and farmerOthers 

কুয়াশায় আলু চাষ নিয়ে চিন্তা বেড়েছে পূর্ব বর্ধমান জেলার কৃষকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চাষের জমি। ফলন নিয়ে প্রবল উদ্বেগে পূর্ব বর্ধমান জেলার আলু চাষীরা।
স্থানীয় সূত্রের খবর, বিঘার পর বিঘা চাষের জমি কুয়াশায় মুড়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষকদের বক্তব্য, বেশিদিন কুয়াশায় থাকলে আলু গাছে রোগ পোকার আক্রমণ বেড়ে যায়। গাছের বৃদ্ধিও কম হতে থাকে। আলুর ভাল ফলনের জন্য রোদ ঝলমলে আবহাওয়া ও বাড়তি শীত বিশেষ কার্যকর হয়। প্রতিদিন ঘন কুয়াশার কারণে চিন্তিত কৃষককূল। কুয়াশার জন্য আলু চাষের ক্ষতি হতে পারে এমনই আশঙ্কা করছেন কৃষকরা। এক্ষেত্রে আলু গাছে রোগ পোকার আক্রমণ বাড়ে। অন্যদিকে গাছের বৃদ্ধিও কম হয়।
কিছু কিছু দিন সূর্যের দেখাও পাওয়া যাচ্ছে না। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে আলু ফসলের জমি। ভোর থেকে সময় গড়ালেও কুয়াশা বেড়ে যাচ্ছে। রোগ পোকার আক্রমণ বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে কীটনাশক প্রয়োগের কথা ভাবছেন কৃষকরা। এ বিষয়ে কৃষকরা জানিয়েছেন, চাষের খরচ বেড়ে গিয়েছে। এ বছর চড়া দামে আলু বীজ কিনে চাষ করতে হয়েছে। আবার সারের দামও বেড়েছে। সব মিলিয়ে খরচ সামলে বাড়তি কীটনাশক প্রয়োগ করতে হলে চাষের খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা।

Related posts

Leave a Comment