“প্রচেষ্টা” প্রকল্পের ধোঁয়াশা কাটাতে প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “প্রচেষ্টা” প্রকল্পের সমস্যা এখন কাটেনি। সূত্রের খবর, এই প্রকল্পে রাজ্য সরকার “অনলাইন” আবেদনের ব্যবস্থা করলেও কীভাবে সে আবেদন করা যাবে, তা নিয়ে ধন্দ রয়েছে বলে অভিযোগ। প্রাপকদের জন্য যে “অ্যাপ”-এর ব্যবস্থা করা হয়েছে, অনেকে তা “ডাউনলোড” করতে পারেননি। যাঁদের “স্মার্টফোন” নেই, তাঁরা কীভাবে “অ্যাপ”-এর সুবিধা পাবেন, তা স্পষ্ট করা হয়নি বলেও অভিযোগ। এ বিষয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, একটি গাইডলাইন সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। কোথা থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে, তাতে সব লেখা রয়েছে। সুষ্ঠুভাবে এই প্রকল্পের কাজ করা যাবে বলে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, যাঁরা সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ-সুবিধা বা সামাজিক পেনশন পান না, সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য “প্রচেষ্টা” প্রকল্পের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে মাথাপিছু এককালীন ১ হাজার টাকা পাবেন ওই সব শ্রমিকরা।

