লকডাউনে ধরপাকড় নিয়ে বিক্ষোভে সাংসদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে রাস্তায় জটলা। এই বিপর্যস্ত পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার বস্তি এলাকার কিছু বাসিন্দাকে ধরছে পুলিশ। এমত পরিস্থিতিতে তাঁদের কেন আইনজীবী এনে জামিনের ব্যবস্থা করতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মেয়র ফিরহাদ হাকিমের কাছে প্রতিবাদ জানিয়েছেন, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এই বিষয়টি তিনি জানিয়েছেন নবান্নেও। এক্ষেত্রে কংগ্রেস নেতাদের অভিযোগ, গড়িয়াহাট ও নিউ আলিপুর-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন থানা এলাকায় বস্তিবাসীদের ধরছে পুলিশ। এমনকী লকডাউনে কেন তাঁরা বিনা কারণে বেরিয়েছেন, এই অভিযোগও তোলা হচ্ছে। রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু জানালেন, গরিব মানুষগুলি ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকেন। রাস্তাই প্রায় ওঁদের ঠিকানা। লকডাউন ভাঙায় তাঁদের থানায় নিয়ে গিয়ে তিরস্কার করা যেতে পারে। আইনজীবী এনে ওঁরা কীভাবে জামিন নেবেন বিষয়টি বিবেচনার আর্জি জানিয়েছি মেয়র ও প্রশাসনের কাছে।

