বাংলার মুখ্যমন্ত্রী “মমতা”-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১১,২০১৬সালের পর ফের ২০২১সালে ক্ষমতায় আসীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য নবান্নে মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। ট্যুইটে তাঁকে “দিদি” বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত করে নবান্নে গার্ড অব অনার নিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান সেরেই পৌঁছলেন নবান্নে।
উল্লেখ করা যায়,এবারের বাংলার ৮দফা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব মরিয়া ছিলেন। রাজ্যে প্রচারের ঝড় তুললেও শেষ রক্ষা হয়নি। তৃণমূল নেত্রী মমতা মোকাবিলা করেছেন প্রায় একাই । চোটজনিত কারণে সামিল ছিলেন হুইলচেয়ারে। ভোটের ফলাফলে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার জয় নিশ্চিত হওয়ার পর সারা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছতে থাকে। লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, অখিলেশ যাদব সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানালেন।

