modi and bangladeshOthers Sports World 

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী-মোদিতে মুগ্ধ সাকিব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশে মোদি। মুগ্ধ হলেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটার সাকিব মন্তব্য করলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসাযোগ্য। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।” প্রথম বিদেশ সফরে বাংলাদেশে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ করা যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে করোনা আবহের রেশ শিথিল হতেই বাংলাদেশে গেলেন তিনি। সূত্রের খবর,ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে শুরু করে মতুয়া মন জয়ে ওরাকান্দি যাত্রা। পাশাপাশি বাংলাদেশে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও দেখা করলেন তিনি। সাকিব নরেন্দ্র মোদির প্রশংসা করলেন।

সাকিব আরও জানিয়েছেন,মোদির এই সফরে লাভবান হবে বাংলাদেশ-ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা দুর্দান্ত। আমি মনে করি তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে। প্রধানমন্ত্রী মোদি সকালে ঢাকার মাটিতে পা রাখলেন। এরপর তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা পৌঁছানোর পরই বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ও বাংলাদেশি যুব সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।

ওই দলে সাকিব ছাড়াও ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা, মহিলা তারকা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদওয়ান রনি,সংগীত তারকা সহ শারমিন সুলতানা প্রমুখ। দেশে ফিরে এখন সাকিব আইপিএলে খেলার প্রস্তুতি শুরু করেছেন। এবার আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। আগামী মাসে শুরু হতে চলা আইপিএলের কারণে তিনি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে টেস্টও খেলছেন না।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment