PV Sindhu-3Others Sports 

প্যারিসে ফের হার পি ভি সিন্ধুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্যারিসে শেষ চারেই বিদায় সিন্ধুর। অলিম্পিক্সে ২ বার পদকজয়ী পি ভি সিন্ধুর আবারও বিদায়। উল্লেখ করা যায়, গত সপ্তাহে ওডেন্সে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ডেনমার্ক ওপেন থেকে। এবার ছিটকে গেলেন ফরাসি ওপেনের সেমিফাইনালে জাপানের সায়াকা তাকাহাসির বিরুদ্ধে প্রথম গেমে এগিয়ে থেকেও। উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু প্যারিসে প্রথম গেম ২১-১৮ ফলাফলে জয়ী হন। পরের দুটি গেমে জাপানি প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছেন। বিশ্বের ১৫ নম্বর তাকাহাসি শেষ দুটি গেম জিতে নিয়েছেন ২১-১৬ ও ২১-১২ ফলাফলে।

Related posts

Leave a Comment