Rafael Nadal-3Others Sports 

সেরা ফুটবলার ব্রাজিলের রোনাল্ডো : নাদাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাফার সেরা ব্রাজিলের রোনাল্ডো। বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলার লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব মানলেও স্পেনীয় টেনিস তারকা রাফায়েল নাদাল সেরা মানেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডো লুইস নাজারিয়ো দা লিমাকে।

চলতি মরশুমে ফরাসি ওপেন জয়ী ও ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই টেনিস খেলোয়াড় ইউরোপের এক পত্রিকাকে একথা জানিয়েছেন। মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে সেরা, এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই মুহূর্তে বিশ্বের দুই সেরা ফুটবলার। আমার কাছে সেরা ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো। আমার কাকা বার্সেলোনায় খেলতেন, তখন আমি রোনাল্ডোর সঙ্গে আলাপ করেছিলাম। সেরা ফুটবলারের পাশাপাশি উনি একজন দারুণ মানুষও।

Related posts

Leave a Comment