বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে বৃষ্টিপাতের চূড়ান্ত সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উষ্ণতম হয়েছিল মার্চ মাস। এর প্রভাবে প্রবল তাপপ্রবাহ দেখা যায় দেশের কয়েকটি রাজ্যে। এ মাসেও সেই পরিস্থিতি বজায় থাকছে । শীতকালে দফায় দফায় বৃষ্টি হলেও এ বছর গরমে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে। দেশের সামগ্রিক আবহে তাপপ্রবাহের দাপট ক্রমশ বেড়ে চলেছে। (ছবি: সংগৃহীত)

