নববর্ষ ও চৈত্রসংক্রান্তিতে ঝড়বৃষ্টির আভাস হাওয়া অফিসের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিতে,এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
হাওয়া অফিস সূত্রের খবর, নববর্ষে ঝড় বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। চৈত্রসংক্রান্তিতেও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এক্ষেত্রে বলা হয়েছে,বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে,আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খন্ড সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস। বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়া সহ দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। ঝড়ো হাওয়া ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ ছিল।
এক্ষেত্রে বলা হয়েছে,১২ মে ও ১৪ মে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে। এর জেরে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম ভারতের সমতলের বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

