rain and bengalBreaking News Others 

পশ্চিমবঙ্গে আজও প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও বজ্র-বিদ্যুত-সহ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানানো হয়েছে।
কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বৃষ্টির আবহে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নেমে যাবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। যা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে বাংলায় । পঞ্জাব থেকে উত্তরবঙ্গের সিকিম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। যার ফলেই এই পরিস্থিতি রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় । এছাড়া ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শিলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। ঝড়ো হাওয়া সহ শিলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে ,এমনটাই বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ও ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস পাঞ্জাব ও হরিয়ানাতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডেও।

Related posts

Leave a Comment