সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র (৭০) প্রয়াত হলেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। দিল্লিতে প্রয়াত হয়েছেন এই শিল্পী। রাজন ও ভাই পণ্ডিত সাজন মিশ্রের সঙ্গীত দেশে-বিদেশে অজস্র অনুরাগীকে মুগ্ধ করেছিল। দশকের পর দশক ধারাবাহিকভাবে জনপ্রিয় ছিলেন। এই সঙ্গীতশিল্পী সম্মানিত হয়েছেন পদ্মভূষণে। পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ও গান্ধর্ব জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।
বেনারস ঘরানার খেয়াল শিল্পী পণ্ডিত রাজন মিশ্রের জন্ম হয়েছিল বারাণসীতে। ১৯৫১ সালে তাঁর জন্ম হয়। পণ্ডিত রাজন মিশ্রের গান গাওয়া শুরু হয়েছিল মাত্র ১০ বছর বয়সে। উল্লেখ করা যায়, বারাণসীর সঙ্কটমোচন মন্দিরে রাজন-সাজনের প্রথম অনুষ্ঠান শুরু হয়। বাবা হনুমানপ্রসাদ মিশ্র, ঠাকুরদার ভাই বড়ে রামদাসজি মিশ্র ও কাকা, সারেঙ্গিবাদক গোপালপ্রসাদ মিশ্রের কাছে তালিম পেয়েছিলেন সঙ্গীতশিল্পী দু-ভাই। ভাঙল রাজন-সাজন জুটি।

