বর্ধমানের নির্বাচনী জনসভায় সরব তৃণমূল নেত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:“কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব”,মন্তব্য তৃণমূল নেত্রীর। বর্ধমানে কমিশন প্রসঙ্গে তাঁর বক্তব্য,”কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব।” উল্লেখ করা যায়, নির্বাচন কমিশন ঘেরাও মন্তব্যের জন্য নোটিশ পাঠিয়েছে। উত্তর চেয়েছে শনিবার সকাল ১১টার মধ্যে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন, এসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বর্ধমানের নির্বাচনী জনসভায় তিনি জানালেন , “এখানে একটা একটা করে সিট জিতব। কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব। “
সূত্রের আরও খবর, তৃণমূল নেত্রী যখন সভাস্থলের পথে চলেছেন, তখনই তিনি খবর পান তাঁর নন্দীগ্রামের কর্মী রবীন মান্না মারা গিয়েছেন এসএসকেএম-হাসপাতালে। রবীন মান্নার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। বয়ালে তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে তাঁর মন্তব্য, “নন্দীগ্রামের রবীন আজ মারা গিয়েছে। বিজেপি মেরেছে। পুলিশ যে মেরেছে তাকে গ্রেফতার করল না। মনে হচ্ছে যেন রাজ্যে ৩৫৬ ধারা জারি হয়ে গিয়েছে”।
তৃণমূল কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫০০ অভিযোগ করলেও সাড়া পাওয়া গিয়েছে মাত্র ৩ টি অভিযোগের । তৃণমূল নেত্রীর “ঘেরাও” মন্তব্যের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে এই মন্তব্যের । নির্বাচন কমিশন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, “পিএম যা বলে তাতে ইসি কিছু বলে না। পরীক্ষা পে চর্চা করল তাতে রুল ভায়োলেট হয় না। আমি জনগণের সাথে আছি। সেটাই কমিশনকে জবাব দিয়ে আমি জানাব।”
ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,এর আগেও তাঁর দলের প্রচারে বাধা দিয়েছে কমিশন। এক্ষেত্রে তাঁর মন্তব্য, “বিজেপি যা বলছে তাই করছে। আমি সিআরপিএফ, সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব যতক্ষণ বিজেপি করবে। দেশের সেনাবাহিনীকে আমি সম্মান করি।” স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন, লড়াইটা আধাসামরিক বাহিনীর সঙ্গে নয়, তাঁর অভিযোগ বাহিনীর অপব্যবহার নিয়ে। “ইলেকশন কমিশন যত আমার বিরুদ্ধে কেস করবে আমি তত দীর্ঘজীবী হব।” এদিন নন্দীগ্রাম পর্ব নিয়েও সরব হন তিনি।

