জাতীয় যুব বিজ্ঞানী পুরস্কার পেলেন উত্তম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় যুব বিজ্ঞানে পুরস্কৃত। সূত্রের খবর, জাতীয় যুব বিজ্ঞানী পুরস্কার পেলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের শিল্প রসায়ন ও ফলিত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান উত্তমকুমার ঘোড়ই। জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি থেকে তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, কোনও কিছু উজ্জ্বল করার জন্য ব্যবহৃত রঞ্জককে ন্যানো অনুঘটকে রূপান্তরিত করেছেন তিনি। এ বিষয়ে তাঁর বক্তব্য, আমার গবেষণা সার উৎপাদন শিল্পে বড় পরিবর্তন আনবে। এরফলে উন্নত মানের সার সহজেই তৈরি করা যাবে। উল্লেখ্য, গত বছর ন্যানো অনুঘটকের পেটেন্টও নিয়েছেন তিনি, এমনটাও জানা গিয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের কলেজের প্রাক্তনী উত্তম বরাবরই মেধাবী। ওঁর নেতৃত্বে কলেজের রসায়ন বিভাগে নিরন্তর গবেষণার কাজ চলছে।

