আউশগ্রামে রাধাবল্লভ জিউয়ের রাস উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্ধমানের রাজারা এই অঞ্চলে রাস উৎসব শুরু করেছিলেন। পারিবারিক মন্দিরের পরিবর্তে,এই পাঁচ দিন রাধাবল্লভ জিউ অস্থায়ী মঞ্চেঅবস্থান করবেন। এই সময় তিনি গ্রামবাসীদের মধ্যে থাকবেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোট্ট রামচন্দ্রপুর গ্রামে রাজ আমল থেকেই রাস উৎসব এভাবেই পালিত হয়ে আসছে। অন্যান্য সময় উৎসব অনেক আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়, কিন্তু এই করোনার পরিস্থিতিতে, নিয়ম রক্ষার জন্য রাস উৎসব পালন করা হচ্ছে।
ছোট রামচন্দ্রপুর পূর্ব বর্ধমানের আউশগ্রামের দেবশালা পঞ্চায়েতের একটি গ্রাম। এখানেই উৎসবে রাধাবল্লভ জিউয়ের রাস উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছোট রামচন্দ্রপুরের আশেপাশে কমপক্ষে ৩০ টি গ্রামের বাসিন্দারা এই রাস উৎসব উপলক্ষে গ্রামে ভিড় করেন। বর্ধমানের রাজাদের উদ্যোগে উৎসবের সূচনা হয়েছিল। পরে রাজপ্রাসাদ থেকে পূজার খরচ পাঠানো হতো। সেই ঐতিহ্য অনুসরণ করে রাধাবল্লব জিওকে কেন্দ্র করে এই অঞ্চলে রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাসিন্দারা সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকে। রাস উৎসবের আয়োজকদের মতে অন্নকুট এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ। অন্যান্য সময়ে, দশ হাজারেরও বেশি বাসিন্দারা অন্নকুটে অংশ নেয়। তবে এবার করোনা পরিস্থিতির কারণে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে মান রক্ষার্থেএই উৎসব পালন করা হচ্ছে।

