Rathjatra-2Others 

হুগলির মাহেশের রথযাত্রা বন্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাহেশে বন্ধ রথ। করোনাজনিত আবহের জেরে এবারেও হুগলির মাহেশে রথযাত্রা হচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সূত্রে জানানো হয়েছে, রথযাত্রা নিয়ে প্রশাসন নির্দিষ্টভাবে কিছু জানায়নি। এক্ষেত্রে হাতে এক মাসও সময় নেই। তার উপরে বর্ষা নেমে গিয়েছে। এই অবস্থায় এখন প্রশাসনিক অনুমতি পেলেও এত কম সময়ে সব আয়োজন করা সম্ভব হবে না। মাহেশের রথযাত্রার আয়োজক সূত্রে জানা যায়, গত বছরের মতই বিধি-নিয়ম মেনেই আয়োজন করা হবে। আগামী ১২ জুলাই রথযাত্রা পালিত হবে।

Related posts

Leave a Comment