রাজ্যে ডিসেম্বর-জানুয়ারিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আগামী দুই মাসের মধ্যে শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যে ২০ হাজার যুবক-যুবতী টেট পাস করেছে। ১৬৫০০শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বর ও জানুয়ারিতে শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, নতুনকরে টেট পরীক্ষা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আরও বলেন, নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতিমারীতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তৃতীয় টেট পরীক্ষার জন্য আড়াই লাখ আবেদন পড়েছে। উল্লেখ্য, ভয়াবহ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, সকল শিক্ষার্থীকে টেস্ট ছাড়াই ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে।

