শীর্ষ ব্যাঙ্কের ঋণপত্র নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীর্ষ ব্যাঙ্কের ঋণপত্র নির্দেশিকা। সাধারণ মানুষও যাতে সরকারি ঋণপত্রে লগ্নি করার সুযোগ পান, সেক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ করা যায়, গত নভেম্বর মাসে এই সুবিধা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, এতে নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি-সহ বিভিন্ন বিষয়ের নিয়ম জারি করল শীর্ষ ব্যাঙ্ক।

