মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ। “আমার হিরো আর নেই, ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই…” প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নিজের প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তিনি ৷ মারাদোনার মৃত্যু সংবাদ পাওয়ার পর ট্যুইট করে বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমার হিরো আর নেই। আমার পাগল জিনিয়াস, প্রতিভাধর শান্তিতে ঘুমোও। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই ৷”
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ছিলেন দিয়েগো ৷ আর্জেন্টিনা দেশটাকে মূলত মারাদোনার জন্য অনেকে চিনেছে ৷ মেক্সিকো বিশ্বকাপের অন্যতম নায়ক ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা । হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই ফুটবল নক্ষত্র । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০বছর ।
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবল ও মারাদোনার অনুরাগী বলে জানা যায়।

