কুমড়ো বীজে ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম ঋতমার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কুমড়ো বীজে রবীন্দ্রনাথ ও নেতাজির ছবি ফুটিয়ে তুলেছে ছোট্ট মেয়ে। এই ঘটনা ঘিরে আলোড়ন। রেকর্ড গড়ল ১০ বছরের ওই কিশোরী। নাম- ঋতমা ধর। কিশোরী হাওড়া মন্দিরতলার বাসিন্দা। টালির চালের ঘরে বসে স্বপ্ন জয়ের লড়াইয়ে একধাপ অতিক্রম করল সে।
ছোট জিনিসের ওপর ছবি এঁকে এবার দেশের সব থেকে খুদে হিসাবে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলেছে ওই মেয়ে। পারিবারিক সূত্রের খবর,
ছোট থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল ৷ বিভিন্ন জিনিসের ওপর ছবি আঁকার চেষ্টা চালিয়ে গিয়েছে সে।
৩ বছর থেকে খেলার ছলে ছবি আঁকা শুরু হয়েছিল ৷ মেয়ের ছবি আঁকার নেশা দেখে বাবা- মা এগিয়ে আসে মেয়ের ইচ্ছে পূরণ করতে। প্রাথমিক শিক্ষা শেখানোর আগেই মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আঁকার শিক্ষকের কাছে। এরপর সে নিজের ইচ্ছেই কুমড়োর বীজের ওপর রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির ছবি ফুটিয়ে তোলে। কুমড়োর বীজে রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলে একটি গ্রামের ছবিও। ছোট্ট ঋতমার ইচ্ছে এখন তার সৃষ্টিকলা নিয়ে বিশ্বজয়ী হওয়ার। আর সেই লক্ষ্যেই পা বাড়াতে চলেছে চতুর্থ শ্রেণিতে পাঠরতা ঋতমা। এবার তার লক্ষ্য- গিনিসবুকে নাম তোলা। |

