হাওড়া শহরের রাস্তা মেরামতির কাজ শুরু নভেম্বরেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাওড়া শহরের ২০টি রাস্তা মেরামতির কাজ শুরু হবে নভেম্বর মাস থেকেই। এই রাস্তাগুলি মজবুত করতে ম্যাস্টিক অ্যাসফল্ট ব্যবহার করা হবে বলেও খবর। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ইট ও বিটুমিনাসের ৩টি স্তর থাকছে। হাওড়া পুরসভা সূত্রের খবর, এ বছর লাইসেন্স ও সম্পত্তিকর বাবদ পুরসভার বেশ কিছু টাকা আয় হয়েছে। সেই টাকায় রাস্তা মেরামতির কাজ হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ‘পথশ্রী’ প্রকল্পে আরও ১৫টি রাস্তা সংস্কারের কাজ হবে বলেও জানা গিয়েছে। হাওড়া পুরসভা সূত্রের আরও খবর, সালকিয়া স্কুল রোড, জে এন মুখার্জি রোড ও লিলুয়া ঝিল রোডের মতো রাস্তা এক্ষেত্রে রয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, পুজোর আগে হাওড়া পুরসভা ৫০টি রাস্তা সারাইয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে অধিকাংশই মেরামত হয়নি। কয়েকটি রাস্তায় অল্প বিস্তর কাজ হয়েছে। বৃষ্টির ফলে আবারও ভয়াবহ অবস্থা হয়েছে ওই রাস্তাগুলির।

