rupanjana and buddhadevOthers Politics 

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা রূপাঞ্জনার-মন্তব্য ঘিরে জোর জল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:“রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ভদ্রলোক দরকার”, মন্তব্য রূপাঞ্জনার। আর বিজেপির সদস্য রূপাঞ্জনার এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি-তে যোগ দেওয়া অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি আরও দাবি করলেন, বুদ্ধদেববাবুর মতো ভদ্রলোক সব রাজনৈতিক দলেই প্রয়োজন। রূপাঞ্জনার এই মন্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক বৃত্ত এবং বিশ্লেষকরাও ।

সূত্রের খবর, টেলি অভিনেতা জিতু কমল একটি পোস্ট করেছেন। তিনি বাম সমর্থক হিসেবেই পরিচিত। বামেদের রোড শোয়েও তিনি অংশ নিয়েছিলেন। ফেসবুকে তাঁর মন্তব্য ছিল, “মাথায় রাখবেন, এখনও আমার এবং আমাদের এবং আপামর পশ্চিমবাংলার অভিভাবক জীবিত। তাই আমরা নির্ভীক, আমরা উদ্যমী, আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আর পিতৃতুল্য অভিভাবকের কথা শুনতে আমরা বদ্ধপরিকর। স্যর বুদ্ধদেব ভট্টাচার্য, আপনিই আমার সব। আপনিই আমার শুরু,আপনিই আমার শেষ।”

জিতুর এই পোস্টেই রূপাঞ্জনা মিত্র কমেন্ট করেছেন। বিজেপির তারকা সদস্য মন্তব্য করলেন, “প্রত্যেক দলে ওঁর মতোই একজন নেতার দরকার। একটু ভদ্রলোকজন দরকার ভাই সব দলেই। সৎ নেতা।” রূপাঞ্জনার এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে শুরু জল্পনা। একটা মহল থেকে দাবি করা হয়েছে, বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট না পাওয়ায় গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রূপাঞ্জনার। উল্লেখ করা যায়,ইতিপূর্বে শিল্পীমহলের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দাও করেছেন রূপাঞ্জনা।

Related posts

Leave a Comment