বর্ষার প্রাক্কালে সাগরদ্বীপে হাওয়া-ঘূর্ণিতে আতঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাওয়া-ঘূর্ণি দেখে আতঙ্ক বেড়েছে সাগরদ্বীপে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বর্ষা গোটা রাজ্যে এসে পৌঁছে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের হাত ধরেই বর্ষা রাজ্যে প্রবেশ করতে চলেছে। হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, সাগরদ্বীপের কাছে হুগলি নদীতে কয়েক মিনিট ধরে হাওয়ার ঘূর্ণি দেখা গিয়েছে। উল্লেখ করা যায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘যশ’-এর তাণ্ডবে সাগরদ্বীপে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, ভরা কোটালের ভয় রয়েছে সামনে। এই অবস্থায় নতুন করে আতঙ্ক গ্রাস করেছে হুগলি নদীর উপরে তৈরি হওয়া হাওয়া-ঘূর্ণি। স্থানীয় সূত্রের খবর, সকালে সাগরের মন্দিরতলা গ্রামের কাছে হাওয়ার ঘূর্ণি দেখা যায় এবং তা প্রবল হতে থাকে। অন্যদিকে সাগর ব্লক সূত্রের খবর, ৩ থেকে ৪ মিনিট নদীর উপরে ঘূর্ণিঝড় হলেও সাগরদ্বীপে তার কোনও প্রভাব পড়েনি।
উল্লেখ্য, ‘যশ’-এর সময়েও হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় এই ধরনের ঝড় বা মিনি টর্নেডো চোখে পড়ে। এক্ষেত্রে গঙ্গার ওপর থেকে সেই প্রবাহ দেখা গিয়েছে। আতঙ্ক তৈরি হয়। ক্ষয়-ক্ষতিও হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় মাপের ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে এই ধরনের মিনি টর্নেডো দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপের চেহারা নেওয়ার সম্ভাবনাও থাকছে। তার প্রভাবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। বর্ষার প্রাক্কালে ঘূর্ণাবর্তের প্রভাবেই হুগলি নদীর উপরে ওই মিনি টর্নেডো তৈরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

