চিত্র-নাট্যকার পরিচালক সাগর সরহাদি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রবীণ চিত্র-নাট্যকার পরিচালক সাগর সরহাদি (৮৮)। মুম্বইয়ে নিজের বাড়িতে এই শিল্পীর প্রয়াণ ঘটে। তাঁর পরিচালিত ছবি ‘বাজার’ জনপ্রিয় হয়। ওই ছবিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, ফারুক শেখ ও স্মিতা পাটিল প্রমুখরা। সাগর সরহাদির মূল পরিচয় ছিল চিত্র-নাট্যকার হিসেবে। উল্লেখ করা যায়, ‘কভি কভি’, ‘নুরি’, ‘চাঁদনী’, ‘সিলসিলা’ ও ‘ফাসলে’ প্রভৃতি ছবিতে স্ক্রিনপ্লে তাঁর লেখা। আবার কোনওটির সংলাপও তাঁর। পাশাপাশি শাহরুখ খানের ‘দিওয়ানা’, হৃতিক রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’-এর সংলাপও তাঁর লেখা। সিনেমা ছাড়াও উর্দু ছোটগল্প ও নাটক লিখেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন জাভেদ আখতার ও অনুভব সিংহ-সহ অভিনয় জগতের বিশিষ্টরা।

