সানিয়া মির্জার বর্ণময় টেনিস সফর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সানিয়া মির্জা টেনিস আসর থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করতে চলেছেন। চলতি মরশুম ২০২২ সালেই সমাপ্ত হতে চলেছে তাঁর বর্ণময় টেনিস সফর। ভারতের সবচেয়ে জনপ্রিয় মহিলা টেনিস নক্ষত্রকে হয়ত পেশাদার সার্কিটে খেলতে দেখা যাবে না। অস্ট্রেলীয় ওপেনে ডাবলসে হেরে বিদায় নিলেন সানিয়া। তারপরই তিনি এই ঘোষণা করলেন। সানিয়ার টেনিস অভিযান একনজর দেখে নেওয়া যাক।
সিঙ্গলস- অস্ট্রেলীয় ওপেন : তৃতীয় রাউন্ড (২০০৫ ও ২০০৮), ফরাসি ওপেন : দ্বিতীয় রাউন্ড (২০০৭ ও ২০১১), উইম্বলডন : দ্বিতীয় রাউন্ড (২০০৫, ২০০৭, ২০০৮ ও ২০০৯) এবং যুক্তরাষ্ট্র ওপেন : চতুর্থ রাউন্ড (২০০৫)।
গ্র্যান্ড স্ল্যাম ডাবলস ৩টি খেতাব- অস্ট্রেলীয় ওপেন : চ্যাম্পিয়ন (২০১৬), ফরাসি ওপেন : ফাইনাল (২০১১), উইম্বলডন : চ্যাম্পিয়ন (২০১৫) এবং যুক্তরাষ্ট্র ওপেন : চ্যাম্পিয়ন (২০১৫)।
গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলস ৩টি খেতাব- অস্ট্রেলীয় ওপেন : চ্যাম্পিয়ন (২০০৯), ফরাসি ওপেন : চ্যাম্পিয়ন (২০১২), উইম্বলডন : শেষ আট (২০১১, ২০১৩ ও ২০১৫) এবং যুক্তরাষ্ট্র ওপেন : চ্যাম্পিয়ন (২০১৪)।

