sarfaraz and cricketBreaking News Entertainment Others Sports 

সাবাস সরফরাজ

সরফরাজ খান। এই নামটির সঙ্গে ক্রিকেটীয় লড়াইয়ের একটি ইতিহাস জুড়ে গেল। সুযোগ পেতেই সফল সরফরাজ। ২০১৯ সাল থেকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছেন। সাফল্য পেয়েছেন। অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল সরফরাজের । ২০১৯-২০ ও ২০২১-২০২২ মরশুমে রঞ্জি ট্রফিতে হাজারের কাছাকাছি রান করেছেন এই ক্রিকেটার। রানের ফুলঝুরি ছুটিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। ৬৬ ইনিংসে তার গড় ৬৯.৮৫। এটি ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। অবশেষে জাতীয় দলে অভিষেক হল তাঁর। অভিযোগ উঠে বঞ্চনার। অনেক প্রতীক্ষার পর সুযোগ পেলেন। এ এক রূপকথার গল্প বলা চলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঝলমলে ইনিংস খেললেন। রাজকোটে ভারতের জাতীয় দলের জার্সিতে প্রথম ইনিংসে ৬২ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৮ রান করলেন। এখন সরফরাজ খানকে নিয়ে উচ্ছসিত ক্রিকেট মহল। রবীন্দ্র জাদেজার ভুলে রানআউট না হলে হয়ত একটা সেঞ্চুরি পেতে পারতেন অভিষেক টেস্টে। প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের কাছ থেকে সরফরাজ টেস্ট ক্যাপ পেয়ে প্রথমে তাঁর বাবা নৌশাদ খানের কাছে যান। তিনিই তাঁর কোচ। ছেলেকে ক্রিকেটার তৈরির পিছনে ও প্রতিষ্ঠিত করতে পিতার অক্লান্ত পরিশ্রম ও লড়াই ছিল। স্পিনেও সফল সরফরাজ। ব্যাটিংয়ে মিডল অর্ডারে ভরসা দিতে তৈরি সরফরাজ। এখন দরকার ধারাবাহিকতার। কয়েক বছরের বঞ্চনা-যন্ত্রনা ও অপেক্ষার অবসান হতেই তৃপ্তি বাবা-ছেলের। এই সাফল্য একদিনে আসেনি। রয়েছে কঠোর পরিশ্রম আর পিতার আত্মত্যাগ। সাবাস সরফরাজ ! (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment