স্কুল ফি মামলা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: (১) রাজ্যের ১৪৫ টি বেসরকারি স্কুল কোন পড়ুয়ার প্রমোশন আটকাতে পারবে না। কোন পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না।
২) সমস্ত পড়ুয়াকে নতুন ক্লাসে যোগদান করতে দিতে হবে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে।
৩) কোভিডকালে কোন পড়ুয়া কত ফিস দিয়েছেন তার হিসাব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের দিতে হবে।
৪) সব নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া রয়েছে তা নির্ধারণ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক।
৫) আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া ফিস নির্ধারণ করবেন তা দিতে হবে অভিভাবকদের।
৬) যারা কোভিদকালে কোন ফিস- ই দেননি তাদের নামও নথিবদ্ধ করবে আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা।
৭) অস্বাভাবিক ফিস বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা।
স্কুল হচ্ছে মন্দির, সেখানে যদি এরকম গণ্ডগোল হয় তাহলে কিছু বলার নেই। আদালতের পক্ষে কি সবসময় নজর রাখা সম্ভব। আপনি যদি খারাপ হাসপাতালে ভর্তি হয়ে ভালো পরিষেবার আশা করেন আর আদালতকে নজর রাখতে বলেন, সেটা কিভাবে সম্ভব? এমনই মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির।

