স্করপিন শ্রেণির পঞ্চম সাবমেরিন লাভ করল সেনাবাহিনী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার মুম্বাইয়ের মাজগাঁও ডকে নৌবাহিনীতে যোগ হতে চলেছে স্কারপিন শ্রেণির ৫ম সাবমেরিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমেএটির উদ্বোধন করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক। ভারত প্রজেক্ট-৭৫ এর আওতায় পাঁচটি স্কর্পিন শ্রেণির সাবমেরিন তৈরি করেছে। ষষ্ঠ সাবমেরিন আইএনএস বাগাশিরে কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।
স্করপিন ক্লাস সাবমেরিনের প্রকল্পটি মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এবং ফরাসি সংস্থা নেভাল গ্রুপের (ডিসিএনএস) সহযোগিতায় চলছে। দুটি সংস্থার মধ্যে ২০০৫ সালে ৬ টি সাবমেরিন তৈরির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই সাবমেরিনগুলি নৌবাহিনীর শক্তি বাড়িয়ে তুলবে। এই সমস্ত স্করপিন সাবমেরিন অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন লেইং এবং এরিয়া নজরদারি করতে সক্ষম।
প্রথম স্করপিন শ্রেণীর সাবমেরিনটি 3 বছর আগে পাওয়া গিয়েছিল ডিসেম্বর ২০১৭ সালে। এই সিরিজের প্রথম সাবমেরিনের নাম আইএনএস কালভরি। আইএনএস খান্ডেরি জানুয়ারী ২০১৭ এবং আইএনএস করঞ্জ ৩১ জানুয়ারী ২০১৮ তে ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। উভয়ই উন্নত পর্যায়ের সাবমেরিন।

