বাতিল এবছর মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবছরের মতো বাতিল হয়ে গেল মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,কীভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে ,তা সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে নিয়েই পরীক্ষা বাতিল হয়েছে বলে ঘোষণা তাঁর। উল্লেখ করা যায়,গতকাল থেকে যে জনমত নেওয়া হয়েছিল, তাতে অধিকাংশ অভিভাবকই পরীক্ষা বাতিলের পক্ষে মতামত পোষণ করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় ৩৪ হাজার মতামত জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

