পথ-কুকুরদের জন্য উদ্বেগ বলিউড বাদশার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পথের কুকুরের জন্য আবেদন শাহরুখের। পথ-কুকুরদের জন্য উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের বাদশা। এক্ষেত্রে শাহরুখ খান বোঝাতে চেয়েছেন, এই বিপর্যস্ত পরিস্থিতিতে মানুষজন বাড়িতে থাকছেন। ঘরের খাবার ফুরিয়ে গেলে বাজার গিয়ে আগামী দিনের খাবার জমা করে আনছেন। এই সময়টায় বিশেষ করে যাদের কথা মানুষের ভাবার তেমন ফুরসত পাওয়া যায় না তারা হল পথ-কুকুর। সারা দেশেই পথে-ঘাটে ঘুরে বেড়ানো এই প্রাণীটি খাবার কোথা থেকে পাবে তাদের কথা ভাবছেন এই অভিনেতা। বিপর্যস্ত পরিস্থিতিতে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শাহরুখ। তিনি পথ-কুকুরদের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তাঁর অনুরাগীদের কাছে। এ প্রসঙ্গে তিনি জানান, দেশের নাগরিকরা মানুষের পরম বন্ধু, তবে এই প্রাণীটির কথা বিপদের দিনে যেন কেউ ভুলে না যায়।

