Shanoli Mitra-2Others 

সৃষ্টিশীলতার স্বাক্ষর শাঁওলীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একটা সময় বাবা ও মায়ের ধারা অনুসরণ করে বাংলা নাট্যমঞ্চে আসা। তারপর তাঁর প্রতিভার বিচ্ছুরণ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা আজন্ম সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেছিলেন। তরুণ বয়সে ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো গপ্পো’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করে দর্শকদের। তাঁর কয়েকটি স্মরণীয় নাটকের মধ্যে রয়েছে বিতত বিতংস, নাথবতী অনাথবৎ, কথা অমৃতসমান ও ডাকঘর প্রভৃতি। অভিনয়, পরিচালনা ও লেখালেখির জগতে অন্য ধারায় শাঁওলী তাঁর সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে গিয়েছেন। বাংলা অ্যাকাডেমির সভাপতি পদেও আসীন ছিলেন। শাঁওলী মিত্র আজ আর নেই। তাঁর মৃত্যুর খবরে আমরা শোকাহত।

Related posts

Leave a Comment