Silpa Shetty-1Others 

অভিনেত্রী শিল্পা শেট্টির নতুন ছবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন ছবি শিল্পার। নতুন ছবির ঘোষণা করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। জানা গিয়েছে, ‘সুখী’ নামের এই ছবিতে শিল্পা থাকছেন মুখ্য চরিত্রে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনাল জোশী। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার। উল্লেখ করা যায়, ছবির পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

এ বিষয়ে আরও জানা যায়, ছবির পোস্টারে শিল্পাকে দেখা গিয়েছে, এক হাতে বেলনচাকি, বাঁধাকপি, ইস্ত্রি ও অন্য হাতে মানিব্যাগ, টিফিনবাক্স ও ঘড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন। বাইক চালাতে ও ঘোড়সওয়ারি করতে দেখা গিয়েছে অভিনেত্রী। প্রসঙ্গত, তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘হাঙ্গামা টু’। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে সেই ছবি মুক্তি পায়।

Related posts

Leave a Comment