ফের জাঁকিয়ে শীত : ধেয়ে আসছে তুষারঝড় “এল্লি”
৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের প্রবাহ থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠাণ্ডা অনুভূত হবে। শীত কিছু কিছু অঞ্চলে ভেঙে ফেলতে পারে কয়েক দশকের রেকর্ড । শনিবারের পরবর্তী দুদিন তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। আবারও জাঁকিয়ে শীত লক্ষ্য করা যাবে।
ধেয়ে আসছে ভয়ঙ্কর তুষারঝড় “এল্লি”। আতঙ্কে কাঁপছে ইউরোপ। টানা তুষারপাত, হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া আর বরফে ঢেকে যাওয়া রাস্তায় বিপর্যস্ত গোটা ইউরোপ জুড়েই।
শক্তিশালী নিম্নচাপ থেকে তৈরি হয়েছে তুষারঝড় “এল্লি”। মধ্য ইউরোপের দিকে এগিয়ে আসছে এই ঝড়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। জার্মানিতে সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উত্তর জার্মানিতে সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা। উত্তর সাগর উপকূল থেকে পূর্বাঞ্চল গড়ে ১০সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমতে পারে।
সমতল ও পাহাড়ি দুই এলাকাতেই বিপদের আশঙ্কা বাড়ছে।
বিশেষজ্ঞদের আরও অভিমত, শনিবার “এল্লি” দক্ষিণ-পূর্বে সরে গেলেও ঠান্ডা বাতাস প্রবেশ করবে। দক্ষিণ ও পশ্চিম জার্মানিতেও, ফলে ফের তুষারপাত হতে পারে। রবিবার নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

