সোশ্যাল মিডিয়াকে নিয়মে বাঁধার পরিকল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেট মাধ্যমে নতুন নিয়ম। সূত্রের খবর, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্ম ও ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে নিয়মে বাঁধার জন্য এবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, ঘোষণা হল- ত্রিস্তরীয় নিয়ম-বিধি। উল্লেখ করা যায়, এক্ষেত্রে তথ্য-প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, মহিলাদের সম্মানহানির ঘটনা থেকে শুরু করে দেশ-বিরোধী প্রচারের বাড়বাড়ন্তের মতো বিভিন্ন বিষয়ে রাশ টানতেই এই প্রয়াস নেওয়া হয়েছে।
এ বিষয়ে আরও জানা যায়, অভিযোগ শোনার জন্য অফিসার নিয়োগ থেকে শুরু করে ভুয়ো বা উস্কানিমূলক খবরের উৎস সন্ধানে বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়েছে এই নতুন নিয়মে। এক্ষেত্রে বলা হয়েছে, তা মেনে চলতে হবে রাজনৈতিক দলগুলিকেও। এ বিষয়ে বিরোধী শিবির দাবি করেছে, আসল লক্ষ্য হল- সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি।

