ক্রিকেটার সোলো এনকোয়েনি আক্রান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আক্রান্ত ক্রিকেটার। স্নায়ুর রোগে আক্রান্ত ছিলেন। সূত্রের খবর, এবার করোনা সংক্রমিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটার সোলো এনকোয়েনি। জানা যায়, চিকিৎসার জন্য স্কটল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানেই করোনায় আক্রান্ত হন ওই ক্রিকেটার। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ও স্কটল্যান্ডের দুই ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছিলেন। এক ট্যুইট বার্তায় সোলো এনকোয়েনি লিখেছেন, “গত ১০ মাস ধরেই স্নায়ুর রোগে ভুগছি। বর্তমানে জানলাম আমি করোনায় আক্রান্ত।”

