কঠিন লড়াইয়ে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে স্পেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টাইব্রেকারে বাজিমাত। সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন। সুইজারল্যান্ড -১,স্পেন -১। টাইব্রেকারে ৩-১ জয়ী হল স্পেন। একার হাতে স্পেনকে আটকে রেখেছিলেন সুইস গোলরক্ষক সমের। এছাড়া ডিফেন্ডার আকেঞ্জি স্প্যানিশ আক্রমণ রুখতে বিরাট ভূমিকা নিয়েছিলেন।
টুর্নামেন্টের ফেভারিট দল ফ্রান্সকে হারিয়ে স্পেনের বিরুদ্ধে খেলতে নামে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াই হয়ে ওঠে জমজমাট। ম্যাচ শুরুর ৮ মিনিটেই এগিয়ে যায় স্পেন। আবার একটা আত্মঘাতী গোল। এবার করলেন সুইজারল্যান্ড দলের ডেনিস জাকারিয়া। স্প্যানিশ রক্ষণের ভুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে সুইজারল্যান্ড। গোল করলেন শাকিরি।

