স্পাইসজেটের নয়া উড়ান পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ১২ জানুয়ারি থেকে ২১টি নয়া অভ্যন্তরিন ও আন্তর্জাতিক উড়ান চালু করছে স্পাইসজেট। সূত্রের খবর, স্পাইসএক্সপ্রেস ব্র্যান্ডে তারা দিল্লি,বেঙ্গালুরু, গুয়াহাটি, হংকং,কাবুল ও অমৃতসর থেকে পণ্যবাহী বিমান পরিষেবা চালু করবে। অন্যদিকে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই ও সংযুক্ত আরব আমিরশাহির রাস আল খাইমাহ রুটে দুটি সাপ্তাহিক উড়ান চালু করবে। ওই রুটে উড়ান সংখ্যা বাড়িয়ে সপ্তাহে ৪টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা যায়, ওড়িশার ঝাড়সাগুদার সঙ্গে মুম্বাই ও বেঙ্গালুরুকে উড়ান পথে সংযুক্ত করবে স্পাইসজেট। আবার হায়দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম, তিরুপতি রুটে নতুন নন-স্টপ উড়ান পরিষেবা চালু করছে বলে খবর ।

