Stephen William HawkingOthers 

স্মরণে স্টিফেন উইলিয়াম হকিং

পদার্থবিদ এবং চিন্তাবিদ ছিলেন। বিজ্ঞান তত্ত্বের জনপ্রিয় লেখকও। স্নায়ুর মারাত্মক অসুখ নিয়েও তিনি কাজ করেছেন নিরলসভাবে । তাঁর কাজের অংশ জুড়েই ছিল আপেক্ষিকতাবাদ,কোয়ান্টাম তত্ত্ব। অজস্র ক্ষুদ্রকণা ও তাদের চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। ১৯৭৪ সালে ব্ল্যাকহোলের ওপর তাঁর বিখ্যাত থিওরি “হকিং রেডিয়েশন” সামনে আসে। মাত্র ৩২ বছর বয়সে রয়্যাল সোসাইটির ফেলো হন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ছিলেন। ১৯৮৮ সালে “অ্যা ব্রিফ হিস্ট্রি অফ টাইম” । বইটি পরবর্তী সময়ে ৩৫ টি ভাষায় অনুদিত হয়েছিল। ২০১৪ সালে তাঁকে নিয়ে নির্মিত হয়েছিল সিনেমা-“দা থিওরি অফ এভরিথিং”। ২০১৮ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের কেমব্রিজে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছিলেন স্টিফেন উইলিয়াম হকিং। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

Related posts

Leave a Comment