Border-3Others 

সীমান্ত পথ বন্ধ করল বাংলাদেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৪ দিন সীমান্ত বন্ধ থাকার নির্দেশ। দু-দেশে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই আবহে ভারতের সঙ্গে সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। উল্লেখ করা যায়, বিদেশমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা। এক্ষেত্রে আরও জানা যায়, টানা ১৪ দিন সীমান্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে পেট্রাপোল-বেনাপোল ও ত্রিপুরার আখাউড়া স্থলবন্দর খোলা থাকবে। সূত্রের খবর, ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরিস্থিতি হলে তবেই এই দু-বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে আবেদন জানাতে হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক এমনটাই জানিয়েছে।

Related posts

Leave a Comment