স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়ুয়াদের বিশেষ অনুষ্ঠান। সূত্রের খবর, জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম)। এ বিষয়ে আরও জানানো হয়, পারমাণবিক বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের বিভিন্ন সাফল্যের বিষয়ে বক্তৃতা দেবেন পারমাণবিক বিজ্ঞানী এ পি জয়রামন। পাশাপাশি পড়ুয়াদের জন্য বৈদ্যুতিন সামগ্রী তৈরি শেখার কর্মশালাও থাকছে। এক্ষেত্রে আরও জানা যায়, পুরো অনুষ্ঠানই হবে বিআইটিএম-এর ওয়েবসাইটে।

