“পরীক্ষা পে চর্চা”য় চাপ মোকাবিলায় পরামর্শ প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বোর্ডের পরীক্ষা শুরু ২৬ এপ্রিল। দিল্লির তালকাটরা স্টেডিয়ামে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে “পরীক্ষা পে চর্চা”য় চাপ মোকাবিলায় বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানান, “এটি আমার প্রিয় অনুষ্ঠান, কিন্তু কোভিডের কারণে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। এই অনুষ্ঠানটি আমায় অত্যন্ত আনন্দ দেয়।” পরীক্ষা নিয়ে আলোচনায় পরীক্ষার চাপ কমানোর জন্য শিক্ষার্থীদের ৫টি টিপসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
পড়ুয়াদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, “পরীক্ষাকে উৎসব বলে মনে করতে হবে। আনন্দ করে পরীক্ষা দিতে হবে।” পরীক্ষা জীবনেরই একটি অংশ বলেছেন তিনি। কীভাবে সাফল্য আসবে পরীক্ষায় তা নিয়ে তাঁর বক্তব্য, “প্রস্তুতি ঠিক মতো না হলে ভয় চেপে বসে। প্রস্তুতি ঠিক থাকলেই পরীক্ষা ভাল হবে। তাই সেদিকে নজর দিতেই হবে।” আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পরীক্ষা পে চর্চা-র মতো অনুষ্ঠানে বিপুল পরিমাণ পড়ুয়াদের অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

