মহাকাশ নিয়ে প্রতিযোগিতার আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহাকাশ নিয়ে প্রতিযোগিতা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও সিবিএসই বোর্ডের সম্মিলিত উদ্যোগে আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্কুল পড়ুয়াদের জন্য মহাকাশ বিষয়ক প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। এক্ষেত্রে অংশ নিতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়ারা। এক্ষেত্রে আরও জানা যায়, অটল ইনোভেশন মিশন (এআইএম)-এর ওয়েবসাইটে এই প্রতিযোগিতার জন্য মহাকাশ ও প্রযুক্তি সম্পর্কিত ৪টি বিষয় দেওয়া রয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, কোনও অ্যাপ, খেলা, ত্রিমাত্রিক ডিজাইন বা যে-কোনও ডিজিটাল প্রদর্শনীর একটিতে প্রকল্প জমা দিতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই দলগত প্রতিযোগিতায় সর্বাধিক ৩ জন পড়ুয়া নিয়ে দল একটি গড়া যাবে বলে জানানো হয়েছে।

