student readingEducation Others 

আত্মবিশ্বাসে পড়াশোনা

নিয়মিত পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হবে। মনে রাখবেন, জীবনে প্রতিটা অধ্যায় চ্যালেঞ্জের। তার মোকাবিলা আপনাকে করতে হবে। মনে রাখতে হবে, কিশোর বয়স থেকে প্রতিটা পরীক্ষাই জীবনের লক্ষ্যপূরণের একেকটি ধাপ। সময়ের সঙ্গে সঙ্গে চাপ, ব্যর্থতা ও পরিবারিক সমস্যা এ সব থাকবেই। তবে বইয়ের পাতায় চোখ রেখে মন বসাতে হবে। হতাশা আসলে হবে না। আত্মবিশ্বাসে ভরপুর থাকতে হবে।আপনার ভেতরে মনের শক্তি রয়েছে। মনের শক্তিটাই আসল। সাফল্য পেতে হলে চাই-একটা টার্গেট। মানসিক শক্তিটা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে।

ভালো শিক্ষকদের এক্ষেত্রে পরামর্শ হল- (১)সাফল্যের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। (২) বড় স্বপ্নের দিকে নজর থাকবে। (৩) পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। (৪) সঠিক মেহনতের ফল অবশ্যই পাবেন। (৫)একঘণ্টা মনোযোগ দিয়ে লেখা-পড়ার পর নিজের পছন্দের গান শুনলে ভালো। (৬)সোশ্যাল মিডিয়ায় পড়াশুনার ভালো দিকগুলোর দিকে নজর দিন। (৭) আত্ম-উৎসাহ দেওয়ার প্রয়োজন রয়েছে। সব কিছুই আমার দ্বারা সম্ভব এই ভাবনা রাখুন।
(৮) নিজেকে পজিটিভ রাখতে চেষ্টা করবেন। নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। (৯)”পারা যাবে না”, “আমার দ্বারা হবে না”এইসব অজুহাত দেওয়া ঠিক হবে না। সেই ভাবনাগুলো কাটিয়ে উঠতে হবে। (১০)একটা রুটিন তৈরি করে এগিয়ে যেতে হবে।

Related posts

Leave a Comment