Hydroxychloroquine MedicineHealth Others 

পরামর্শ হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নেওয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাইড্রক্সিক্লোরোকুইন নেওয়ার পরামর্শ। সূত্রের খবর, কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে সার্জেন্ট, কনস্টেবলরা করোনাজনিত পরিস্থিতিতে আক্রান্ত হয়ে চলেছেন। চিকিৎসকদের মতো তাঁদেরও প্রতিদিন অনেক মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে। আবার ঘুরতেও হচ্ছে সংক্রমিত এলাকায়। জানা গিয়েছে, সেই কথা মাথায় রেখে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ট্র্যাফিকের এসি এবং সবকটি ট্র্যাফিক গার্ডের ওসি-কে একটি পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, যাঁরা মানুষের একেবারে কাছাকাছি যাচ্ছেন, তাঁরা হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নিতে পারেন। এক্ষেত্রে আরও বলা হয়েছে, স্বীকৃত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লাগবে প্রেসক্রিপশনও।

Related posts

Leave a Comment