Sumit Nagal-1Others Sports 

ফরাসি ওপেনে সুমিত নাগালের বিদায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেনের মূলপর্বে নামার লড়াইয়ে পরাজিত হলেন ভারতের সুমিত নাগাল। সূত্রের খবর, যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে তিনি ৩-৬ ও ৩-৬ ফলাফলে পরাজিত হলেন চিলির আলেজান্দ্রো টাবিলোর বিরুদ্ধে। উল্লেখ করা যায়, সুমিত নাগালের বিশ্ব রাঙ্কিং ১৪৩। অন্যদিকে আলেজান্দ্রোর ১৬৬ রাঙ্কিং। চিলির এই প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ২ বার সার্ভিস ভাঙতে সক্ষম হয়েছেন নাগাল। আবার আলেজান্দ্রো তাঁর সার্ভিস ভেঙেছেন ৫ বার।

Related posts

Leave a Comment