করোনা রুখতে সিদ্ধান্ত:স্কুল বন্ধ হচ্ছে-এগিয়ে এল গরমের ছুটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকায় এগিয়ে এল গরমের ছুটি। সূত্রের খবর,মঙ্গলবার থেকেই রাজ্যের সব স্কুল বন্ধ হচ্ছে বলে খবর। যতদিন না পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন স্কুল বন্ধই থাকবে বলে জানানো হয়েছে। দেশজুড়ে করোনার প্রভাব বাড়ায় সংক্রমণের হার রোধে এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। উল্লেখ করা যায়,ইতিমধ্যে স্কুল শিক্ষা সচিবের নির্দেশ পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে। এরপর প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার কথা বলা হয়েছে। নতুন নির্দেশিকা জারি নিয়ে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের বিশেষ বৈঠক হবে বলে জানা যায়। বিকেলের দিকে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা।
আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। শিক্ষকদেরও আপাতত স্কুলে আসতে হবে না বলে জানা গিয়েছে। গরমের ছুটি এগিয়ে আনা হল কিছুটা। প্রসঙ্গত,এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। এই সব পড়ুয়াদের পঠন-পাঠন চলছে স্কুলে। এছাড়া বাকিদের অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। গত বছর করোনার প্রকোপে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল প্রশাসন। মাঝে স্কুল খোলা হলেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়ায়। এই অবস্থায় নতুন করে ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। এক্ষেত্রে উল্লেখ করা যায়,গত বছর এই সময় লকডাউন থাকায় গরমের ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। এবার দেশজুড়ে এখনও লকডাউন চালু না হলেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র ও রাজ্য।

